Header Ads

বন্ধুরা পেটালেন বন্ধুকে! দেখুন ভিডিও সহ......







নিজস্ব প্রতিবেদনঃ পশ্চিম রাজা বাজার, তেজগাও, ঢাকা-১২১৫

জম্ন দিনের কেক খাওয়াকে কেন্দ্র করে সহনীয় অত্যাচার করা হয় সিফাত নামক এর যুবকের উপর। সে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের ৪র্থ সেমিস্টার এর ছাত্র। প্রতক্ষদর্শী হয়ে এই হামলায় আমি নিজেও অংশগ্রহণ করি। অংশগ্রহণ করব ই না কেন ?
এমন অভিনব পদ্ধতিতে জন্মদিনের কেক কাটা হচ্ছিলো, শুধু আমি নয়, মনে হয় আপনারাও কেউ এর আগে দেখেন নি!

অভিনব পদ্ধতি-টি সম্পর্কে বিস্তারিত বলছি-
সিফাতের স্কুল ফ্রেন্ডরা তাকে গরিলা বলে ডাকত। আর ভার্সিটি ফ্রেন্ডরা ডাকত ক্লাশ অফ ক্লান গেমের একটা ট্রোপস এর নামে, জায়ান্ট হিসেবে। আমি এখানে জন্মদিনের কেকের ছবিটাও সাথে দিচ্ছি, আপনা লক্ষ করলে দেখবেন হ্যাপি বার্থডে টু জায়ান্ট। ইউনিভার্সিটি বন্ধুদের সাথে এটাই তার প্রথম কাটানো জন্মদিন। বন্ধুরাও তাই একটু ভিন্ন কায়দায় জন্মদিন উদযাপন করতে চেয়েছিল। তাই যেই কথা সেই কাজ বন্ধুদের। রিতিমত ইফতার করার পর পাশের রুমে সিফাত কে ডেকে নেয় বন্ধুরা। প্রথমে বেলুন ফুলিয়ে তাকে নিয়েই একে একে সব বেলুন ফাটানো হয় , পরে মজার ছলে তার হাত দুটি বেধে দেয়া হয়। আর এই দিকে অন্য রুমে কেক মহাজন হাজির। ছুড়িও অপেক্ষা করছে কখন তাকে দিয়ে কেকের বুকটা কেটে টুকরো টুকরো করা হবে। বেছারা ছুড়ির আর স্বাদ মিটল না। তবে বন্ধুদের স্বাপ পাওয়া শুরু হইয়াও বুঝি হইল না অবস্থা। সিফাত কে বলা হয়েছিল ফ্লোরে শুয়ে মুখ দিয়ে কেক খেতে। কিন্তু ঘটনা ঘটল অন্য। শুরু হলো মারধর। সব কিছু ঠিক ঠাক মত হলে হয়ত অন্য ভাবে ভিডিওটি দেখতে পারতেন। কিন্তু পরিস্থিতি ক্রমেই ভিন্ন থেকে ভিন্নতর হতে থাকে। এক পর্যায় কিছুটা আঘাত করে পরিস্থিতি সামাল দেয়া গেলেও পরবর্তিতে অবস্থা এমন ছিলো যে ক্যামেরাম্যানও আর কোন সুযোগ পেলেন না ভিডিও ধারন করার।
যাই হোক ভিডিওটি দেখলেই বুজতে পারবেন আশা রেখে আজ এখানেই শেষ করলাম।

অবশেষে "শুভ জন্মদিন" বন্ধু তোমায়।


ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।  
আরেকটি ভিডিও দেখতে এখানে প্লে করুন ।
আরো ছবি দেখতে সিফাত এ ক্লিক করুন।
বিঃদ্রঃ যাদের কে ভিডিও তে দেখা যাচ্ছে না তারা একেক জন একেক চ্যানেল ও পত্রিকার হয়ে কেউ ভিডিও, কেউবা ছবি তোলায় ব্যস্ত ছিলেন।

2 comments:

All Rights Reserved MMID BD | © 2017. Theme images by spxChrome. Powered by Blogger.