নাসাতে বাংলার হ্যাকার
![]() |
Photo: Noman Khan |
যেই পাসওয়ার্ড দিয়ে কিনা আবার প্রতিদিন প্রায় ৪০০ কর্মী লগইন করেন কাজের জন্য।
আন্তর্জাতিক এ রকম একটা সংস্থার পাসওয়ার্ড কিভাবে একজন বাঙ্গালী পরিবর্তন করে দিলো?
এ নিয়ে চলছে সব মহলেই আলোচলনা, সমালোচনা। কেউবা আমার মনে করছেন এটা নিছক গুজব। আমিরিকার মত দেশে এমনটা হতেই পারে না। কিন্তু সত্যি যে এই ঘটনা ঘটেছে , আর এটাই মানতে হবে আমিরিকা বাসীকে। বাঙ্গালী দেশের জন্য সব করতে পারে।
ঘটনার সত্যতা প্রমান করতে যোগাযোগ করা হয়, আমাদের ঠিক বিপরিত আরেকটি দেশে, মানে আমেরিকাতে। যার সাথে আমাদের সময়ের ব্যবধান ১২ ঘন্টা বলা হয়ে থাকে।
যাই হোক যোগাযোগ শেষে কি জানতে পারলাম তা জানাচ্ছি,
ছেলে বেলা আর স্কুল-কলেজের জীবন গ্রামেই কাটিয়ে উন্নত শিক্ষার জন্য ছুটে আসেন ঢাকা শহর। আর এখানেই শুরু হয় তার নিজস্ব জীবন। জীবন কি বুজতাম না যদি মা-বাবার আদর ছেড়ে একা একা চলতে শুরু না করতাম, জীবনের প্রতিটা পদক্ষেপ যে কি কঠিন তা আমি হারে হারে টের পেয়েছি। ঢাকার শহর এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, ভর্তিও হয়েছি-পড়তেছিও। কিন্তু আর সবার মত শুধু ক্লাসেই থাকি নি- প্রয়োজনে চালিয়েছি রিক্সা। " রিক্সা চালিয়েছি, চুরিতো করিনি"। রিক্সা চালানো কোন অন্যায় কাজ না। আর সব চেয়ে বড় কথা কোন কাজকেই ছোট করে দেখা ঠিক না। কথা বলতে বলতে তার চোখে পানি চলে আসল। এমনি করে নিজের জীবনের বর্ননা দিচ্ছিলেন নওগাঁর ছেলে নোমান খান। তিনি বাংলাদেশের একটি প্রাইভেট ( ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়) বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি ইন সি.এস.সি. তে অধ্যয়নরত আছেন। বছর খানেক আগে তিনি উদ্ভাবন করেছিলেন সোলার কার। স্বপ্ন ছিলো নাসাতে কাজ করবে, যেই চিন্তা সেই কাজ।
অবশেষে স্কলারশিপ পেয়ে চলে গেলেন আমেরিকাতে। শুধু তাই নয়, এবার যেনো স্বপ্ন হাতের কাছে এলো বুজি। হ্যাঁ, স্বপ্ন এবার সত্যি বাস্তবে পরিণত হবে। ব্যাক্তিগত গভেষণা আর চতুরতার জন্য পেয়ে গেলেন নাসা তে ইন্টার্নির সুযোগ। আর সেই সুযোগেই, নাসার একটি ল্যাবের লগইন পাসওয়ার্ড পরিবর্তন করে দেন। আপনি শুনে সত্যি গর্ববোধ করবেন যে সেই পাসওয়ার্ডটি এখনো সচল রয়েছে।
আর পাসওয়ার্ডটি দেয়া হয়েছে- " ১৯৭১_বাংলাদেশ"
এর থেকে বড় আর কি পাওয়া হতে পারে! মহাকাশ গভেষণা সংস্থার একটি পাসওয়ার্ডে বাংলাদেশ জড়িয়ে আছে।
বাংলা আমার, বাংলা তোমার আর বাংলা হোক সকলের।
He is my friend.and i fell very happy to hear that news.
ReplyDeleteThanks for your compliment.
Delete