Header Ads

মাঝি আমায় পার করে দিবা !




  ভিডিওঃ ধানমন্ডির সোবহান বাগ অফিসার্স কোয়ার্টার থেকে পশ্চিম রাজা বাজার
ভিডিও দেখে মনেই হবে এটা মৌসুমী কোন বন্যার দৃশ্য, তবে এমন চিত্র কেবল নিচু এলাকা গুলোতেই  দেখা সম্ভব। কিন্তু আজকের এই দৃশ্য কিন্তু এ রকম কোন কিছুর নয়। তাই আজ গানের সুরে সুরে বলতে হচ্ছে 
"নয় কোন পাহাড়ী ঝরনা, নয় কোন বন্যা" 
 এ আমাদের যাদুর শহর, প্রানের শহর ঢাকা।

হ্যাঁ, সত্যি তাই! এ আর অন্য কোথাও নয়। আমাদের দেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর। এমন টাই হর হামেশাই আমাদের মাঝে দেখা দিচ্ছে এমন রুপ নিয়ে। টানা বর্ষন হোক আর অল্পই হোক। এই রকম জলাবদ্ধতা যেনো আজ আমাদের নিত্য দিনের পথচলা হয়ে গেছে। আমরা আজ পারছিনা এর কোন সুরাহা করতে, কারন এর জন্য হয়ত আমরা নিজেরাই দায়ী। আমাদের ফেলা পলিথীন ব্যাগের জন্যই হয়ত এমন টা হচ্ছে। আর অপর্যাপ্ত জলাধার বা ডোবা তো এখন আর নেই বললেই চলে। সে প্রসঙ্গে আজ নাই বা বলি। আমরা আমাদের নিজেদের পরিবর্তন করতে পারলে হয়ত এ সমস্যা কিছুটা হলেও নিরোসন হবে। আসুন আর একটি পলিথীন ব্যগও না ফেলি যত্র-তত্র। আমরাই পারি আমাদের সমস্যার সমাধান করতে সবাই মিলে। বৃষ্টি হলো আমাদের জন্য মহান আল্লাহ তায়ালার এক প্রকার রহমত। তা আমাদের জন্য সাময়ীক অসুবিধা সৃষ্টি করলেও প্রকৃতির নিয়ম-অনুয়াযী তা হবে। আবার এতো বেশী বেশী বৃষ্টি হওয়ার কথা পর্যবেক্ষন করলেও দেখা যাবে যে তার জন্য ও আমরা ই দায়ী। পরিবেশের ভারসাম্য আমরাই নষ্ট করছি বিভিন্নভাবে। যাই হোক এই জলাবদ্ধতা যখন আমাদের এক প্রকার সঙ্গীই হয়ে গেছে বলতে গেলে, তাহলে আর অপেক্ষা কেনো!
কিসের অপেক্ষার কথা বলছি তা এতক্ষনে মনে প্রশ্ন জেগেছে নিশ্চয় ?

তার আগে একটি সম্ভাবনার কথা শেয়ার করে নেই- কোন প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যে কেউ পারেন আয় করতে। তবে এর সময় বেশীক্ষন না। নির্বাক হয়ে তো আকাশের দিকে কত জনই তাকিয়ে কাটিয়েছেন আপনার কত সময়। আজ নির্বাক হয়ে তাকিয়ে থাকার দিন শেষ হতে চলল, তাহলে আপনি থেমে থাকবেন ক্যান!

কোথায় কখন কিভাবে কি কাজ করবেন তা জানতে আশা নিয়ে তাকিয়ে থাকুন আকাশের দিকে, আর বৃষ্টি নামার সাথে সাথেই নৌকা নিয়ে নেমে পরুন ঢাকার অলি-গলি থেকে রাজপথে। আয় আপনার নিশ্চিত, আর কেউ আপনাকে দমাতে পারবে না।
আশা করি এতক্ষনে অপেক্ষার প্রশ্ন আর উত্তর পেয়ে গেছেন।


No comments

All Rights Reserved MMID BD | © 2017. Theme images by spxChrome. Powered by Blogger.