Facebook Post - ফেইসবুক পোস্ট
প্রযুক্তির এ যুগে আমাদের মনের ভাব প্রকাশ করতে এক মূহুর্তও সময় লাগে না। শুধু মাত্র বিশ শতকের নয়, উনিশ শতকের শেষাংশও ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে প্রযুক্তির সাথে। যেখানে একটা সময় জরুরী প্রয়োজনেও এক জায়গায় থেকে অন্য জায়গায় খবর পৌছানো এতো খানি সহজ ছিলো না। অনেক সময়তো খবর পৌঁছাতোই না। আবার পৌছালেও তার প্রয়োজন তারই মধ্যে হয়ত ফুরিয়ে গেছে। এটা খুব বেশী দিন আগের কথাও না। যদি আমার তখন জন্ম ও হয় নি। আমারও জন্ম এই প্রযুক্তির যোগেই।
প্রয়োজনের তাগিদে আর প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের কাছে এসেছে মোবাইল ফোন। মোবাইল ফোন আসার আগেও অনেক কিছু ঘটেছে, আপাদত ঐ দিকে খেয়াল না করি। এবার আসি মূল কথায়- প্রযুক্তি এখন আমাদের কাছে এমন স্থান দখল করেছে যে, আমরা প্রতিনিয়ত প্রযুক্তির দাসে পরিনত হচ্ছি। হচ্ছি বললে ভূল হবে , হয়েই গেছি। প্রযুক্তির একটি অংশ আমাদের বাঙ্গালিদের প্রায় গ্রাস-ই করে নিয়েছে সোস্যাল মিডিয়া নামক ফেইসবুক। যদিও এর উদ্ভাবক বা পরিচালনাকারী এর অপব্যবহারের জন্য যথেষ্ট সোচ্চার আছেন। তার পরও আমাদের নিজেদের সামান্য একটু অসাবদানতার জন্য ঘটে যেতে পারে ভয়ানক কিছু।
[এখানে একটি কথা উল্লেখ না করি পারছি না; বিশেষ করে আমরা যারা বাঙ্গালী, অনলাইন বা অফলাইন যেকোন জায়গায় কিছু করতে গেলে আগে তা না জেনেই কাজ শুরু করে দেই। আমরা চিনি কি নেক্সট (Next) । শুধু নেক্সট করেই সব কাজ সেরে ফেলি। এমন কেউ আছেন , যিনি আমার এই লেখা পড়ছেন, আপনি কি কখনো ফেইসবুক টার্মস এন্ড কন্ডিশান গুলো পড়ে দেখেছেন?
ওখানে কি আছে , অন্য কোন পোস্টে আলাপ হবে।]
যা বলতে ছিলাম, আমরা প্রায় সবাই এখন ফেইসবুকের সাথে সংযুক্ত। ফেইসবুকের সব কিছু ই ফ্রিতে করা যায় বলে আমরা একটু বেশী-ই ব্যবহার করে ফেলি। সেই সাথে ইচ্ছে মত স্ট্যাটাস দিয়ে দেই যা মন চায়, তাই ই !
আমরা কি কখনো ভেবে দেখিছি, ফেইসবুকের একটি খানি পোস্ট আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আপনি কারো উপর রাগ করে এমন একটা পোস্ট দিলেন, যার অর্থ ভয়ানক আকার ধারন করল। তখন কি করবেন? আপনি গার্ল ফ্রেন্ড এর সাথে জগড়া করে স্ট্যাটাস দিয়ে দিলেন নিম্নরুপঃ
" আর বেঁচে থাকবোনা, মরে যাবো দুনিয়াকে ঠান্ডা করে "
আল্লাহ না করুক তার কিছু দিনের মধ্যে আপনি কোন পুলিশ সন্দেহে পরলেন বা যেকোন ভাবে বিপদগ্রস্থদের সাথে আপনিও বিপদগ্রস্থ হলেন। তখন আপনার প্রোফাইলের স্ট্যাটাস অনুযায়ী আপনি কি কাজ করার চিন্তা করছেন বলে সমাজ মনে করবে!
একবার শুধু ভাবুন, শুধু এটাই না। আর এমন কিছু আছে যা ফেইসবুকে শেয়ার করে দেয়াই না, সাথে নিজের বিপদ নিজে ঢেকে আনার সামিল।
আজ থেকে একবার হলেও আপনি কি স্ট্যাটাস দিচ্ছেন তা পোস্ট করার আগে হলেও একটু ভাবুন।
যে কোন জিনিস প্রয়জনের বেশী ব্যবহার করাই বিপদ জনক। আশা করি সবাই উপকৃত হবেন।
No comments